• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪২৯

আইন-আদালত

লাইসেন্স-পরীক্ষাগার বিহীন সার কারখানার সন্ধান: ভ্রাম্যমান আদালতে মালিকের দন্ড

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৫ মার্চ ২০২৩

আবু হাসান শেখ, কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি
লাইসেন্স নেই, নেই পরীক্ষাগার, এমনকি নেই কোন কাগজপত্র/ এরকম অবৈধ সার কারখানা খুজে পেয়েছে ভ্রাম্যমান আদালত / অভিযান চালিয়ে মালামাল জব্দসহ টিভি এগ্ৰো কেমিকেল নামে কারখানাটি সিলগালা করেছে এ আদালত/ কারখানার মালিককে দিয়েছে দন্ড/ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায় নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নের মেলাবর গ্রামে।
এ উপজেলার বড়ভিটা ইউনিয়নের মেলাবর নামক স্থানে দীর্ঘদিন ধরে লাইসেন্স বিহীন অবৈধভাবে সার তৈরি ও বাজারজাত করে আসছিল চন্দন চনদ্র রায় (৪৫) নামে এক ব্যক্তি/ গোপন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।
এ আদালত অভিযানের সময় লাইসেন্স দেখতে চাইলে তা দেখাতে পারেননি, এছাড়াও দেখাতে পারেনি পরীক্ষাগার। বস্তায় ভূয়া সিল লাগিয়ে সার তৈরি করে করছে বাজারজাত/ ভ্রাম্যমাণ আদালত লাইসেন্স ও পরীক্ষাগার না থাকায় এবং বাজারজাত করার অপরাধে কারখানাটির মালিক চন্দন চন্দ্র রায়কে (৪৫) জরিমানা করেছে ৩০ হাজার টাকা / অনাদায়ে এক মাসের দন্ড দিয়েছেন। দন্ডপ্রাপ্ত ব্যক্তি স্থানীয় আওয়ামী লীগের চাদখানা ইউনিয়নের সাধারণ সম্পাদক/ এসময় কারখানাটির মালামাল জব্দ ও সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর-ই-আলম সিদ্দিকী/ এসময় উপস্থিত ছিলেন উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার তুষার কান্তি রায়।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর-ই-আলম সিদ্দিকী জানান- কারখানাটির রেজিস্ট্রেশন, পরীক্ষাগার এমনকি কোনধরনের অনুমোদন না থাকায় এ দন্ড প্রদান করা হয়। তিনি অবৈধ কারখানাটির মালামাল জব্দ ও সিলগালার বিষয়টি নিশ্চিত করেন।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads